বন্ধে মায়া লাগাইছে

19 07 2012
আমি কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার..
প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে,
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে..

বাউল আব্দুল করিম গায়,
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়..
কুল-নাশা পিড়িতের নেশায় কুল-মান গিয়াছে,
দেওয়ানা বানাইছে,
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজে।





কী আগুন জ্বালাইলো বন্ধে গো

19 07 2012
কী আগুন জ্বালাইলো বন্ধে গো,
সখি নিভাইলে নিভে না..
জল ঢালিলে দ্বিগুণ জ্বলে,
উপায় কি বলো না?..
আমার বন্ধু বিনে
পাগল মনে
বুঝাইলে বুঝেনা..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজে।





তরে পাই যদি হে গুণের নন্দন

19 07 2012
তরে পাই যদি হে গুণের নন্দন,
কেটে যাবে ভব বন্ধন..
লোকের নিন্দন, আতর-চন্দন,
সাধ করে গায় মাখবো..

রাখো মারো যাই করো,
তোমার আশায় থাকবো..
আমি তোমায় বন্ধু বলে ডাকবো..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজে।


				




না পাই যদি যাবো মরে

19 07 2012
না পাই যদি যাবো মরে,
পাইলে রাখবো তরে মনের ঘরে,
নয়নের জল কাজল করে,
তোমার ছবি আঁকবো..

রাখো মারো যাই করো,
তোমার আশায় থাকবো..
আমি তোমায় বন্ধু বলে ডাকবো..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজে।


				




তুমি থাকবে কাছে ইচ্ছা হলে

19 07 2012
তুমি থাকবে কাছে ইচ্ছা হলে,
যেতে চাইলে যাবে চলে,
বাউল আব্দুল করিম বলে,
তোমায় কেমন করে রাখবো?..

রাখো মারো যাই করো,
তোমার আশায় থাকবো..
আমি তোমায় বন্ধু বলে ডাকবো..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজে।


				




কি ধন লৈয়া আইলায় ভবে

19 07 2012
কি ধন লৈয়া আইলায় ভবে?
কি ধন যাইবায় লৈয়া?
ভবে এসে ভুলিয়া গেলায় ভবের মায়া পাইয়া..

ভব সাগরের নাইয়া,
মিছা গৌরব করো রে পরার ধন লইয়া..
একদিন তুমি যাইতে হবে এই সমস্ত থুইয়া..
পরার ধন লইয়া..

গানের সোর্স এবং ডাউনলোড লিংকের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





সাগরে ভাসাইয়া কুল-মান

19 07 2012
সাগরে ভাসাইয়া কুল-মান,
তোমারে সঁপিয়া দিলাম আমার
দেহ-মন-প্রাণ..

সর্বস্ব ধন করিলাম দান
তোমার চরণের তরে,
সোনা বন্ধু ভুইলো না আমারে..

গানের সোর্স এবং ডাউনলোড লিংকের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





যে দিন হতে তোমার প্রেমে আমি

19 07 2012
যে দিন হতে তোমার প্রেমে আমি
সঁপেছি পরাণি,
সেদিন হইতে বারণ হয়না
দুই নয়নের পানি..
বন্ধু, কি হৈবো না জানি..

গানের সোর্স এবং ডাউনলোড লিংকের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





আমারে ছাড়িয়া যদি যাও

19 07 2012
আমারে ছাড়িয়া যদি যাও,
প্রতিজ্ঞা করিয়া বলো- আমার মাথা খাও..
তুমি যদি আমায় কান্দাও,
তোমার কান্দন পরে রে..

আমি এই মিনতি করি রে,
সোনা বন্ধু ভুইলো না আমারে..

তুমি বিনে আকুল পরাণ,
থাকতে চায়না ঘরে রে..
সোনা বন্ধু ভুইলো না আমারে..

গানের সোর্স এবং ডাউনলোড লিংকের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।


				




রঙ্গের দুনিয়া তরে চাই না

19 07 2012
রঙ্গের দুনিয়া তরে চাই না,
দিবা-নিশি ভাবি যারে
তারে যদি পাই না..
রঙ্গের দুনিয়া তরে চাই না..

বন্ধুর প্রেমে পাগলিনী,
শান্তি নাই দিন-রজনী,
কুলহারা কলঙ্কিনী
কারও কাছে যাই না..
রঙ্গের দুনিয়া তরে চাই না..

প্রাণ-বন্ধের সঙ্গ নিলাম,
ভালোবেসে মনও দিলাম,
আগেই যাহা ভেবেছিলাম
এখন ভাবি তাই না!
রঙ্গের দুনিয়া তরে চাই না..

আসি বলে গেলো চলে,
ভাসি সদাই নয়ন জলে,
বাউল আব্দুল করিম বলে
রঙ্গের গান আর গাই না..
রঙ্গের দুনিয়া তরে চাই না..

গানের সোর্স এবং ডাউনলোড লিংকের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





বলে বলুক লোকে মন্দ

19 07 2012
বলে বলুক লোকে মন্দ,
তাতে ক্ষতি নাই, 
এ করিম কয় তোমার কাছে মায়া যদি পাই.. 
তুমি যদি দাও না রে ঠাই, 
কি করতাম আর বাঁচিয়া, 
প্রাণ বন্ধুয়া যত দোষী তোমারও লাগিয়া..

গানের সোর্স এবং ডাউনলোড লিংকের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





অনেকে বলে আমাকে গাও না একটা তেল-চোরার গান

19 07 2012
অনেকে বলে আমাকে গাও না একটা তেল-চোরার গান,
তেলচূড়া যে বিষম চোরা সে যে অনেক ক্ষমতাবান..

দেখরে ভাই বিচার করে, তেল-চোরা রয়েছে ঘরে,
সুকৌশলে চুরি করে, চোরে জানে চুরির সন্ধান..
ভুতত্ববিজ্ঞানী যারা, চিন্তা ভাবনা করেন তারা,
মনে প্রাণে চেষ্টা করা, এই যে তাদের কর্মবিধান..

বহু খোঁজাখুঁজির পরে, তেল মিলেছে হরিপুরে,
আনন্দ সবার অন্তরে, যারা বাংলার মায়ের সন্তান..
হরিপুরে হরিলুঠ কেন, দেশবাসী কি খবর জানো,
তেল-চোরা তেল নিলো শোন, এদেশকে করতে চায় শ্মশান..

এই ভাবে তেল দেয়া যায় না, দেশবাসী তা মানতে চায় না,
করেন সবাই বিবেচনা, এই তেল মায়ের দুধের সমান..
দেশের সম্পদ দেশবাসীর হয়, ব্যাক্তিগত মালিক কেউ নয়,
রয়েছে তেল-চোরারই ভয়, দেশবাসী হও সাবধান..

দেশের সম্পদ রক্ষা করো, মনের দুর্বলতা ছাড়ো,
দেশের কর্ম নিজে করো, চোরে চায় না দেশের কল্যান..
বাউল আব্দুল করিমে গায়, পড়েছি বিষম ধাঁধায়,
সাধুজনায় অসুবিধায়, বেড়ে গেছে তেল-চোরার মান..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





দোষ করিলে বিচার আছে

19 07 2012

দোষ করিলে বিচার আছে,
সেই ব্যবস্থা রয়ে গেছে,
দয়া চাইনা তোমার কাছে,
আমরা উচিত বিচার চাই..

দোষী হলে বিচারে,
সাজা দিবা তো পরে,
এখন মারো অনাহারে
কোন বিচারে জানতে চাই?

জিজ্ঞাস করি তোমার কাছে বল ওগো সাঁই..
এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই?..

গানের সোর্স এবং ডাউনলোডের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





তোমার পিরিতে বন্ধু রে

19 07 2012

তোমার পিরিতে বন্ধু রে,
বন্ধু, কী হইব না জানি!..
তুমি আমায় করবায় নাকি মিছা কলঙ্কিনি?
বন্ধু, কী হইব না জানি!

আমি তোমার প্রেমের পাগল,
কাঁদি দিনরজনী..
কোন পরাণে ভিন্ন বাসো?
কহ কহ শুনি..
বন্ধু, কী হইব না জানি!

যে দিন হতে তোমার প্রেমে
সঁপেছি পরাণি..
সেদিন হইতে বারণ হয়না
দুই নয়নের পানি..
বন্ধু, কী হইব না জানি!..

গানের সোর্স এবং ডাউনলোডের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





তোমরা কুঞ্জ সাজাও গো

19 07 2012

তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে..
দিল চায়, মন চায়, প্রাণ চায় তারে..

বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে,
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে..
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে..

আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে,
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে..
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে..

নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে,
এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে-দিনে বাড়ে
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে..

আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে,
আমায় যেন ছেড়ে যায় না প্রবোধ দিও তারে..
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে..

আসিবে আসিবে বলে ভরসা অন্তরে,
এ করিম কয় পাই যদি আর ছাড়িবো না তারে..
তোমরা কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে..

গানের সোর্স এবং ডাউনলোডের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই

19 07 2012

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই..
এ জনমের যত দুঃখ কে দিয়াছে বলো তাই?..

দোষ করিলে বিচার আছে, সেই ব্যবস্থা রয়ে গেছে,
দয়া চাইনা তোমার কাছে, আমরা উচিৎ বিচার চাই …
দোষী হৈলে বিচারে, সাজা দিবা তো পরে,
এখন মারো অনাহারে, কোন বিচারে জানতে চাই?..

এই কি তোমার বিবেচনা? কাওরে দিলায় মাখন-ছানা,
কারও মুখে অন্ন জুটে না, ভাঙ্গা ঘরে ছানি নাই..
জানো শুধু ভোগ-বিলাস, জানো গরিবের সর্বনাশ,
কেড়ে নাও শিশুর মুখের গ্রাস, মনে বড় দুঃখ পাই..

তোমার এসব ব্যবহারে, অনেকেই মানিনা তোমারে,
কথায় কথায় তুচ্ছ করে, আগের ইজ্জত তোমার নাই..
রাখতে চাইলে নিজের মান, সমস্যা করো সমাধান,
নিজের বিচার নিজেই করো, আদালতের দরকার নাই..

দয়াল বলে নাম যায় শোনা, কথায়-কাজে মিল পরে না,
তোমার মান তুমি রাখো না, আমরা তো মান দিতেই চাই..
আমি-তুমি এক হইলে, পাবেনা কোনও গোলমালে,
বাউল আব্দুল করিম বলে, আমি তোমার গুণ গাই..

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই..
এ জনমের যত দুঃখ কে দিয়াছে বলো তাই?..

গানের সোর্স এবং ডাউনলোডের জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজের এই পোস্টে।





লোকে বলে বলেরে

13 07 2012

লোকে বলে বলেরে
ঘর-বাড়ি ভালা নাই আমার
কি ঘর বানাইমু আমি শূণ্যেরও মাঝার।।
ভালা কইরা ঘর বানাইয়া
কয়দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি
পাকনা চুল আমার।।
এ ভাবিয়া হাসন রাজা
ঘর-দুয়ার না বান্ধে
কোথায় নিয়া রাখব আল্লায়
তাই ভাবিয়া কান্দে।।
জানত যদি হাসন রাজা
বাঁচব কতদিন
বানাইত দালান-কোঠা
করিয়া রঙিন।।





পিরীত করিয়ে, পিরীত করিয়ে মোর মন উদাসী

13 07 2012

পিরীত করিয়ে, পিরীত করিয়ে মোর মন উদাসী।
প্রাণ গেল প্রাণ গেল, বন্ধুরে ভালবাসি।।
কথা কয় প্রাণ বন্ধে, যখন হাসি হাসি।
দেখিয়ে তাঁর রূপের বাহার, আইসে মোর বেহুশী।।
পিরীত আজব চিজ্ জগতের প্রধান।।
পিরীত কর প্রেমিকেরা, ছাড়িয়ে কুল মান।
পিরীত রত্ন কর যত্ন, পিরীতি জানিয়া সার।।
পিরীত ভাবে পাইবায়, বন্ধুয়ার দিদার।
হাছন রাজায় পিরীত করিয়া বন্ধুয়ারে পাইয়া।
এই কথা হাছন রাজা, ফিরে গাইয়া গাইয়া।।





রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে

13 07 2012

রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে।
মজিয়াছি রে, আমি ডুবিয়াছি রে।।
আরশি পড়শী যাই চল, যাইমু বন্ধের সনে রে।
কিবা ক্ষণে গিয়াছিলাম সুরমা নদীর গাঙ্গে।
বন্ধে মোরে ভুলাইলো, রঙ্গে আর ঢঙ্গে রে।।
হাটিয়া যাইতে খসিয়া যায় বন্ধে অঙ্গে, অঙ্গে।
ধনকড়ি তোর কিছু চায় না, যৌবন কেবল মাঙ্গে রে।
হাছন রাজায় নাচন করে প্রেমেরি তরঙ্গে।
পাইলে কখন ছাড়িবে না, এই মনে পাঙ্গে রে।।





আমি না লইলাম আল্লাজির নাম

13 07 2012

আমি না লইলাম আল্লাজির নাম।
না কইলাম তার কাম।
বৃথা কাজে হাছন রাজায় দিন গুয়াইলাম।।
ভবের কাজে মত্ত হইয়া দিন গেল গইয়া।
আপন কার্য না করিলাম, রহিলাম ভুলিয়া।।
নাম লইব নাম লইব করিয়া আয়ু হইল শেষ।
এখনও না করিলাম প্রাণ বন্ধের উদ্দেশ।।
আশয় বিষয় পাইয়া হাছন (তুমি) কর জমিদারি।
চিরকাল থাকিবেনি হাছনরাজা লক্ষ্মণছিরি।।
কান্দে কান্দে হাছন রাজা, কী হবে উপায়।
হাসরের দিন যখন পুছিবে খোদায়।।
ছাড় ছাড় হাছন রাজা, এই ভবের আশ।
(কেবল) এক মনে চিন্তা কর, হইতাম বন্ধের দাস।।