না পাই যদি যাবো মরে

19 07 2012
না পাই যদি যাবো মরে,
পাইলে রাখবো তরে মনের ঘরে,
নয়নের জল কাজল করে,
তোমার ছবি আঁকবো..

রাখো মারো যাই করো,
তোমার আশায় থাকবো..
আমি তোমায় বন্ধু বলে ডাকবো..

গানের সোর্স এর জন্য যান “শাহ আবদুল করিম-এর গান” ফেসবুক পেইজে।


			




বসন্ত বাতাসে সইগো

8 07 2012

বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল

বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে

মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে