উৎসসমূহ

আমাদের এখানকার লোকসাহিত্য গুলো বিভিন্ন বই এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়। সবচেয়ে ভাল হতো যদি আমরা প্রত্যেকটা পোস্টে উৎসের লিঙ্কটা দিয়ে দিতে পারতাম, কিন্তু তা মোটেও সহজ কাজ নয় যেহেতু পোস্টের সংখ্যা অনেক। তাই এই জায়গায় যেসব স্থান হতে আমরা এগুলোকে সংগ্রহ করেছি তাদের নাম দিয়ে দিলাম।

মৈমনসিংহ গীতিকা :
১. মৈমনসিংহ গীতিকা – মাওলা ব্রাদার্স
২. মহুয়ার কিছুটা অংশ টাইপ করার পর আমরা হঠাৎ করে খুজে পাই আমারব্লগ এ দৌবারিক নামে একজন ব্লগারের পোস্টগুলো, তিনি মহুয়া সম্পূর্ণটা লিখে পোস্ট করে রেখেছেন। মহুয়ার অনেকটা অংশ তার পোস্টগুলো থেকেই নেওয়া। তাকে অনেক ধন্যবাদ আমাদের কষ্ট অনেকাংশে লাঘব করার জন্য।

বাউল :
১. নেত্রকোণার বাউল গীতি – বাংলা একাডেমী, গোলাম এরশাদুর রহমান।
২. লালনগীতি
এই ওয়েবসাইটটি বিশেষ ভাবে লালন ভক্তদের কাছে বলা হল। সাইটটি হতে বিপুল সংখ্যক লালন সংগীত আমরা সংগ্রহ করেছি। আপনার যদি আগ্রহ থাকে তাহলে দেখে আসুন ওয়েবসাইটটি, এখানে লালনের গান সহ পাবেন লালন সম্পর্কিত আরও অনেক কিছূ।
৩. বাংলা গীতিবিতান ব্লগ
৪. http://banglalyrics.evergreenbangla.com
৫. Somewhereinblog.com এ মরহুম আসমান ফকিরের ব্লগ
৬. শাহ আব্দুল করিমের গানগুলোর একটা বড় অংশ নেওয়া হয়েছে ফেসবুক পেইজ শাহ আব্দুল করিম-এর গান থেকে। এই পেইজে গানের কথাগুলো ছাড়াও অনেক গানের ডাউনলোড লিংক ও পেয়ে যাবেন।

Leave a comment